খোলা বাজার২৪, বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬: মুন্সিগঞ্জের সদর উপজেলার মুক্তার পুরে সেতু থেকে বিদেশি ১০ বোতল মদ উদ্ধার করেছে সাজেন্ট। মঙ্গলবার রাত সাড়ে ৮ দিকে দুই জন যাত্রী মুক্তার পুর থেকে সিএজিতে করে নারায়নগঞ্জে যাবার পথে চালকের সন্দেহ হলে ব্রিজের ঢালে সাজেন্ট দেখে চালক চিৎকার করে। সাজেন্ট এফ এম মজুর সন্দেহ হলে সিএজিকে থামাতে বলে যাত্রী পালিয়ে যায়। এ সময় ১০ টি বিদেশি মদ উদ্ধার করেন। তবে যাত্রীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
সাজেন্ট এফ এম মজুর জানান, রাত সাড়ে ৮ দিকে একটি সিএজি চালকের চিৎকারে সন্দেহ হলে সিএজি থামাতে বালে দুই জন যাত্রী দৌড়ে পালিয়ে যায়। এ সময় সিএনজি থেকে বস্তা থেকে ১০ টি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়।