খোলা বাজার২৪, বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬: নোয়াখালীর কৃর্তি সন্তান, নোয়াখালী সরকারি কলেজের সাবেক মেধাবী ছাত্র, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বঙ্গবন্ধু কন্যা, সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নোয়াকালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে নোয়াখালীতে আনন্দ মিছিল করেছে নোয়াখালী সরকারি কলেজ ছাত্রলীগ।
বুধবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নোয়াখালী সরকারি কলেজ পুরাতন ক্যাম্পাসে কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আবু নাঈম তানিমের নেতৃত্বে এ আনন্দ মিছিলটি বের হয়।
মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা ছাত্রলীগ নেতা নুরুর রহমান আরিফ, ছাত্রলীগ নেতা পলাশ, জসিম, নোয়াখালী সরকারি পুরাতন কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মিনহাজ রাতুল প্রমুখ।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বাংলাদেশ আওয়ামীলীগের ২০তম সম্মেলনে ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবিনন্দন জানানো হয়।