খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গতরাতে বাড়াইপাড়া এলাকার বাঘমারা নামক স্থান থেকে ২ কেজি ভারতীয় গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাতীবান্ধা থানা পুলিশ। আটকৃতরা হলেন- উপজেলার দক্ষিণ বাড়াইপাড়া গ্রামের তমিজ উদ্দিনের পুত্র সফিয়ার রহমান (৩০) ও একাই গ্রামের কালু শেখের পুত্র হাফিকুল (২২) কে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানার এস আই নুর আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ বাড়াইপাড়া এলাকায় অভিযান চালিয়ে উক্ত মাদক ব্যবসায়ীদেরকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়। উক্ত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীদেরকে বুধবার সকালে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম নিশ্চিত করেছেন।