Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ :  নরসিংদী জেলা মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের চাঁনগাও এলাকায় প্রকাশে মাদক সেবন ও বিক্রির দায়ে ১১ জনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্প্রতিবার (২৬ অক্টোবর) দুপুরে পাঁচদোনা ক্যাম্পের এস আই মহাসিন নেতৃত্বে ১১ জনকে আটক করা হয় বলে জানা যায়।
সরজমিনে পাঁচদোনা ক্যাম্পে খোঁজ নিয়ে সাত জনের পরিচয় মিলে তারা হলেন, করিম পাগলা, রাকিব, রুবেল, মহাসিন, রানা, কাসেম, কামাল। এসময় এস আই মহাসিনের নিকট এগার জন আটক হয়েছে কিনা তা জানতে চাইলে তিনি অক্ষত ভাষায় গালীগালাজ করে ও সাংবাদকিদের আড়াল হয়ে পড়েন। আরো দেখা যায় আটক মাদক সেবনকারীদের পক্ষে দরকষাকশি করেতে থাকে আমদিয়া ইউনিয়নের মহিলা ইউপি সদস্য বিলকিস এর স্বামী লালমিয়া, একই এলাকার সাইফুল। পরে বৃহস্পতিবার রাতের আধারে মোটা অংকের আটক বানিজ্যের পর তাদের ছেড়ে দেয় পুলিশ। এদিকে মাধবদী থানার ডিউটি অফিসার এস আই আব্দুল বারেক জানান, চাঁনগাও থেকে করিম পাগলা নামে একজনকে ৫শ গ্রাম গাজাসহ আটক দেখিয়ে মাদক মামলা রুজু করা হয়েছে।
এবিষয়ে মাধবদী থানার (ভারপ্রাপ্ত কর্মকর্ত) ওসি মুহাম্মদ ইলিয়াছ বলেন, পাঁচদোনার ক্যাম্পের এস আই মহাসিনের তথ্য অনুযায়ী আমদিয়া ইউনিয়নের চাঁনগাও এলাকায় প্রকাশে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনকে আটক করেছে পুলিশ ১১ জন নয়। এর মাঝে দির্ঘদিন ধরে মাদক ব্যবসায় লিপ্ত থাকা করিম পাগলা তালিকা ভূক্ত আসামী।