খোলা বাজার২৪, শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ : কক্সবাজার জেলার টেকনাফ থেকে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাত ১০টার দিকে মুন্ডার ডেইলে সৈকত সংলগ্ন ক্ষুরের মুখ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়
বিজিবি -২ এর অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিত্যক্ত অবস্থায় টেকনাফের সাবরাং ইউনিয়ন থেকে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। এগুলো আইনানুগ ভাবে মেজিষ্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করার প্রক্রিয়াধীন রয়েছে ।