Mon. Oct 20th, 2025
Advertisements

50kখোলা বাজার২৪, শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ :  উপজেলার ইছাপুরায় আলহাজ্ব মনছুর খান পাঠাগারে সিরাজদিখান প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন শুক্রবার বেলা ২ টায় অনুষ্ঠিত হয়। এতে সিরাজদিখান প্রেসক্লাবের ২০১৬-১৮ সেশনের ১১ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদের সভাপতি হিসেবে দৈনিক যায়যায়দিন ও এশিয়ান টেলিভিশনের কাজী নজরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক সংবাদের ইকবাল হোছাইন ইকু নির্বাচিত হন।

সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ হাসান মুকুটের পরিচালনায় ও সভাপতি সামসুজ্জামান পনিরের সভাপতিত্বে নির্বাচনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোয়ারা শিকদার মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. হাফিজ উদ্দিন আহমাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবীর মোহাম্মদ আজিম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ওয়ার্ল্ড পিস এন্ড হিউম্যান রাইটস এর সমন্বয়ক ব্যারিস্টার প্রিন্স ইলাহি, ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন হাওলাদার, দৈনিক বর্তমানের সিনিয়র সাব এডিটর এম জহিরুল ইসলাম, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের নির্বাহী সদস্য সিদ্ধার্থ শঙ্কর ধর, ডেইলি স্টারের প্রকাশনা বিভাগিয় প্রধান ইমরান মাহফুজ, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের নির্বাহী সদস্য জাওহার ইকবাল খান, দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি এড. আবু সাইদ সোহান প্রমুখ।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহ সভাপতি হিসেবে দৈনিক খবরপত্রের আসলাম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক এশিয়া বাণীর ইবরাহীম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক ভোরের ডাকের জাবেদুর রহমান যোবায়ের, কোষাধ্যক্ষ হিসেবে দৈনিক নয়াদিগন্তের কামরুল ইসলাম, সাহিত্য ও সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে দৈনিক মুন্সীগঞ্জের কাগজের সেলিনা ইসলাম, প্রচার ও অফিস সম্পাদক হিসেবে রুহুল আমীন এবং সদস্য হিসেবে দৈনিক ইত্তেফাকের সামসুজ্জামান পনির, মাসিক বিক্রমপুরের সৈয়দ মাহমুদ হাসান মুকুট ও দৈনিক সংগ্রামের নূর হোসেন নির্বাচিত হন।

সিরাজদিখান প্রেসক্লাবের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ক্যাপ্টেন (অব.) ডা. মাসউদুর রহমান প্রিন্স, প্রধান পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ আফজাল আহমেদ, নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এমদাদুল হক পলাশ ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেন।