খোলা বাজার২৪, শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ : আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে গনতন্ত্রে বিশ্বাস করতো তা হলে বিএনপির সকল কেন্দ্রীয় কর্মসুচী পালনে অনুমতি পাওয়া যেত। সরকার বিএনপিকে নিশ্চিহৃ করতে চায় তাই বিএনপির নেতা কর্মীরদের উপর দমন-পীড়ন চালাচ্ছে বলে মন্তব্য করেন বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এম এ ছালাম শুক্রবার দুপুরে বাগেরহাট শহরের মুনিগঞ্জ জেলা বিএনপির দলিয় কায্যালয়ে জাতীয়তাবাদী যুবদলের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বাগেরহাট জেলা যুবদলের সভাপতি মেহেবুবুল হক কিশোরের সভাপতিত্বে অনুষ্ঠিত কেককাটা ও আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবু, সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান আলম, যুগ্ম-সাধারন সম্পাদক এ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা যুবদলের সাধারন সম্পাদক আয়ুব আলী মোল্লা বাবু,জেলা মহিলা দলের যুগ্ম আহবায়িকা শাহিদা আক্তার,যুগ্ন-সাধারন সম্পাদক মহিতুজ্জামান দুলাল, ছাএদল সাধারন সম্পাদক তানু ভূইয়া, সাংগঠনিক সম্পাদক এস. এম. সাজ্জাত হোসাইন, যুবনেতা জাহিদুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ বুলু,মহিলা দলের নেত্রী নারগিস আক্তার ইভা খানসহ দলীয় নেতৃবৃন্দ। এ ছাড়া যুবদলের জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।