খোলা বাজার২৪, শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬ : ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে মোহন মুন্সী (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এসময় মুসলিম বিশ্বাস নামের অপর একজনকে কুপিয়ে আহত করা হয়। ঘটনা টি ঘটেছে গেলরাত রাত ১২ টার দিকে সদর উপজেলার ইস্তাগা পুর গ্রামে। নিহত মোহন মুন্সী ওই গ্রামের হাফিজ মুন্সীর ছেলে।এ ঘটনায় পুলিশ অভিযুক্ত হাসানুজ্জামান তিতুকে আটক করেছে।
ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক সুজন কুমার কুন্ডু জানান, জেলার সদর উপজেলার ইস্তাগাপুর গ্রামের হাসানুজ্জামান তিতুর সাথে জমি নিয়ে ফিরোজ আহমেদ ফেদুর মধ্য বিরোধ চলে আসছিল।এরই জের ধরে রাতে ফেদুর সমর্থক মোহন মুন্সী, মুসলিম বিশ্বাস সহ ৩ জন ইস্তাগাপুর বাজার থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে তিতুর সমর্থকরা তাদের উপর হামলা করে। এসময় মোহন মুন্সী ও মুসলিম বিশ্বাসকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মোহন মুন্সীকে মৃত বলে ঘোষনা করে।এঘটনায় পুলিশ অভিযুক্ত হাসানুজ্জামান তিতুকে আটক করেছে।