Mon. Oct 20th, 2025
Advertisements

70খোলা বাজার২৪, রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬ : শেরপুরের ঝিনাইগাতীতে বিনা নোটিশে এক মুক্তিযোদ্ধার বাড়ি উচ্ছেদের অভিযোগ পাওয়া গেছে। মুক্তিযোদ্ধা সংসদ, ঝিনাইগাতী উপজেলার সাবেক কমান্ডার এ.বি.এম সিদ্দিীক আজ ৩০ অক্টোবর রোববার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন। গত ২৭ অক্টোবর বৃহস্পতিবার উপজেলা প্রশাসন বিনা নোটিশে তাঁর বাড়িটি উচ্ছেদ করেন বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ.বি.এম সিদ্দীক বলেন, তিনি একজন আমেরিকা প্রবাসী বাংলাদেশী। প্রায় ৪০-৪৫ বছর যাবত ঝিনাইগাতী বাজারের পূর্বপার্শ্বে ক্রয়সূত্রে প্রাপ্ত জমিতে বৈধকাগজপত্র সহকারে বসবাস করে আসছেন। তথাপি উক্ত জমিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকারের খাস জমি হিসেবে দাবি করে গত ২৭ অক্টোবর বৃহস্পতিবার বিনা নোটিশে এবং তাঁর অনুপস্থিতিতে তাঁর বাড়িটি উচ্ছেদ এবং ঘরের মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করেন। যা আইন পরিপন্থি ও এবং একজন মুক্তিযোদ্ধাকে হয়রানি করার অপপ্রয়াস মাত্র। এর ফলে তাঁর অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি এ বিষয়টি প্রতিকারের জন্য সরকারের নিকট আবেদন জানান।
অভিযোগ অস্বীকার করে ঝিনাইগাতীর ইউএনও মোহাম্মদ সেলিম রেজা আজ রোববার বিকেলে বলেন, এবিএম সিদ্দীক সরকারের ভূমি মন্ত্রণালয়ের নামে রেকর্ডভুক্ত জমিতে বাড়ি তুলে বাস করছিলেন। যা সম্পূর্ণ অবৈধ। তাই সরকারের সকল আইন ও নিয়মকানুন প্রতিপালন করে অবৈধভাবে দখলে রাখা সরকারি জমি থেকে ওই বাড়ি উচ্ছেদ করা হয়।