Mon. Oct 20th, 2025
Advertisements

27খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০১৬ :

আদালতে বিচারকদের নিয়োগ, বদলি ও পদোন্নতি সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। রিটে সংবিধানের ৯৫ অনুচ্ছেদেরও চ্যালেঞ্জ করা হয়।

আজ বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিস্ট শাখায় এ রিট দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ।
রিটে মন্ত্রীপরিষদ সচিব, আইন সচিব, সংসদ সচিবালয় সচিবকে বিবাদী করা হয়েছে। এতে ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদ প্রতিস্থাপনের আবেদন করা হয়েছে।
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ ৯ বছর পূর্তি উপলক্ষে এক বানী দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ওই বানীতে তিনি বলেন, ‘দ্বৈত শাসনের ফলে বহু জেলায় বিচারক নিয়োগ করা যাচ্ছে না। বিচারকার্যে বিঘœ ঘটছে। যা বিচারকার্যে ধীরগতির অন্যতম কারণ।’ একই সঙ্গে প্রধান বিচারপতি তার বানীতে ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদের পুনঃপ্রবর্তন চান।
প্রধান বিচারপতির এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন আইনমন্ত্রী। এর প্রেক্ষিতে ইউসুস আলী আকন্দ এ রিট দায়ের করেন।