Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

75খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০১৬ :
মুন্সিগঞ্জ : ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় বৃহস্পতিবার শিমুলিয়া ফেরিঘাটে দেখা যায় অপেক্ষমাণ যানবাহনের দীর্ঘ সারি। পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে বৃহস্পতিবার সকাল থেকে নৌরুটের তিনটি রো-রো ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) সহকারী ব্যবস্থাপক চন্দ্র শেখর জানান, নাব্যতা সংকটের মুখে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাটের পল্টুন ভিড়তে পারছে না ফেরিগুলো। ফলে চলাচলে ধীরগতি দেখা দিয়েছে। আর এ কারণে শিমুলিয়াঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে সাত শতাধিক যানবাহন। এর মধ্যে পণ্যবোঝাই ট্রাকের সংখ্যাই বেশি।

নাব্যতা সংকটের কারণে শিমুলিয়ার রো- রো ফেরিঘাটটি অন্যত্র স্থানান্তর করা হয়েছে। তারপরও পানি কম থাকায় রো- রো ফেরিগুলো সেই ঘাটেও ভিড়তে পারছে না বলে জানান এই কর্মকর্তা।

এসব কারণে আজ সকাল থেকে এই রুটে রো- রো ফেরি চলাচল বন্ধ রয়েছে। তা ছাড়া অন্য ফেরিগুলোও ঘাট এলাকায় ভিড়তে পারছে না। এমন পরিস্থিতিতে নৌরুটে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সেইসঙ্গে বাড়ছে ঘাটের দুই পাশে ফেরি পারাপারের অপেক্ষায় থাকা যানবাহন ও যাত্রীদের দুর্ভোগ।