খোলা বাজার২৪, শুক্রবার, ৪ নভেম্বর ২০১৬ : সদর উপজেলার উত্তর চরমুশুরা গামের চরকেওয়ার ইউনিয়নের মেম্বার মন্টু বেপারী ও তার স্ত্রীকে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। মন্টু বেপারী জানান, উপজেলা পরিষদে মিটিং শেষ করে আমর স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ী উত্তর চরমশুরা গ্রামে প্রবেশ করলেই আগ থেকে ওঁত পেতে থাকা স্থানীয় ১০/১২ জন সন্ত্রাসীরা অতর্কিত হামলা করে আটকিয়ে রাখে এবং আমাকে ও আমার স্ত্রীকে গুরুতর জখম করে। আমাদের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে আমাকে ও আমর স্ত্রীকে উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। পুলিশ জানায়, ঘটনার সাথে সাথে এলাকায় পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে।
সদর থানার অফিসার্স ইনচার্জ মো: ইউনুচ আলী জানান, চরকেওয়ারের ঘটনাটি আমাদের নলেজে আসার সঙ্গে সঙ্গে পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় পরিস্থিতি এখন শান্ত রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে মামলা গ্রহণ করা হবে।