Wed. Oct 22nd, 2025
Advertisements

16খোলা বাজার২৪, শুক্রবার, ৪ নভেম্বর ২০১৬ : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এ এইচ এম কামারুজ্জামান ও মনসুর আলী হত্যার ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিন্দা না জানানো দুঃখজনক।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউসে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) জেলার নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
জাসদ সভাপতি বলেন, চার জাতীয় নেতা ও বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ নতুনভাবে রোপণ করেছিলেন জেনারেল জিয়াউর রহমান। সেই বিষবৃক্ষটি হলো বিএনপি নামক দল।
ইনু বলেন, ১৯৭১ সালের খুনি, ১৯৭৫-এর খুনি ও জাতীয় চার নেতার খুনির রক্ষক এবং পৃষ্ঠপোষক খালেদা জিয়া। তিনি এখন পর্যন্ত খুনি, জঙ্গিবাদ রক্ষা ও রাজাকার পোষার রাজনীতি অব্যাহত রেখেছেন।
তথ্যমন্ত্রী বলেন, ৩ নভেম্বর জেলখানার ভেতর নির্মমভাবে জাতীয় চার নেতা হত্যাকাণ্ড নিয়ে দল-মত নির্বিশেষে সবাই নিন্দা জানিয়েছেন; জাতীয় চার নেতাকে সম্মান জানিয়েছেন। কেবল খালেদা জিয়া এবং বিএনপি এই হত্যাকাণ্ডের নিন্দা জানায়নি বা বিবৃতি দেয়নি। এটা গণতন্ত্রের জন্য দুঃখজনক ও রাজনীতির জন্য মর্মান্তিক একটি ঘটনা।
যারা খুনি, জঙ্গি রক্ষা ও রাজাকার পোষার রাজনীতি করছেন, তাঁরা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ বলে উল্লেখ করেন ইনু। তিনি বলেন, এর থেকে বাংলাদেশ কীভাবে বের হবে, সেটিই এখন জাতীয় প্রশ্ন।
সাংবাদিকদের সঙ্গে বক্তব্য শেষে জেলা সার্কিট হাউসের সভাকক্ষে জাসদের বৈঠকে অংশ নেন তথ্যমন্ত্রী। এ সময় জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, জেলা জাসদের সাধারণ সম্পাদক, জেলা জাসদের সভাপতিসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।