Sun. Oct 19th, 2025
Advertisements

12kখোলা বাজার২৪, শনিবার, ৫ নভেম্বর ২০১৬ : ধান ক্ষেতে কারেন্ট পোকার আক্রমনে আতঙ্কে রয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সুকদেব এলকার কৃষকরা।

সরেজমিন উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুকদেব এলাকার বিভিন্ন আমন ধান ক্ষেতে কারেন্ট পোকার (বাদামি গাছ ফরিং) আক্রমন লক্ষ করা যায়। কারেন্ট পোকার আক্রমনে রাতারাতি ধানের গাছ বিবর্ণ আকার ধারন করে মরে যাচ্ছে বলে কৃষকরা জানান। ওই গ্রামের কৃষক আশরাফুল ইসলাম জানান, তার দু’টি ধান ক্ষেতেই কারেন্ট পোকা আক্রমন করেছে। ফলে ধান গাছ পুড়ে যাওয়ার মতো বিবর্ণ আকার ধারন করে মরে যাচ্ছে।.৬০ শতকের দু’টি জমিতে ফসল

উপজেলা কৃষি অফিসার ষষ্ঠি চন্দ্র রায় জানান,সুকদেব এলাকায় ধান ক্ষেতে কারেন্ট পোকার আক্রমনের কথা জানতে পেরে আমার উপ-সহকারী কৃষি কর্মকর্তা সরেজমিনে দেখে কৃষকদের প্রয়োজনীয় সহযোগীতা ও পরামর্শ প্রদান করেছেন। বর্তমানে নতুন কোন ক্ষেত সংক্রামিত হয়নি।