খোলা বাজার২৪, শনিবার, ৫ নভেম্বর ২০১৬ :
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পালিত হচ্ছে ৪৫ তম জাতীয় সমবায় দিবস। “সমবায়ের দর্শন, টেকসই উন্নয়ন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বালিয়াডাঙ্গী উপজেলার সমবায় সমিতিগুলোর অংশগ্রহণে ৪৫ তম জাতীয় সমবায় দিবসের র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
র্যালীটি বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। আজ শনিবার (৫ নভেম্বের) সকাল ১১.৩০ মিনিটে উপজেলার ১০৯ টি সমবায় সমিতির উদ্যোগে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এ আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার আঃ মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম। এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিয়া এমদাদ, উপজেলা সমবায় অফিসার রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও সমবায় সমিতিগুলোর মধ্যে উত্তরা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক দীবনদ্ধু শর্মা, পরিচালক জুলফিকার আলী, শেয়ার হোল্ডার আল মামুন জীবন সহ প্রায় ৪ শতাধিক সমবায়ী র্যালীতে অংশগ্রহণ করেন। র্যালী শেষে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলে আলোচনা সভা চলছে।