খোলা বাজার২৪, রবিবার, ৬ নভেম্বর ২০১৬: মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে এক্সিম ব্যাংকের এর উদ্যোগে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হলো “মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা। গত ২৯ অক্টোবর ২০১৬ কুষ্টিয়ায় আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এর উপমহাব্যবস্থাপক হাবিবুর রহমান তালুকদার। এ সময় রিসোর্স পার্সন হিসেবে আলোচনা করেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এর উপপরিচালক মোঃ রাশেদ, মোঃ রোকন-উজ-জামান এবং গাজী মনির উদ্দিন। কর্মশালায় কুষ্টিয়া ও পার্শ্ববর্তী এলাকার ৩১টি ব্যাংকের ৫৮জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ মুখতার হোসেনসহ, এক্সিম ব্যাংক প্রধান কার্যালয়ের উর্দ্ধতন নির্বাহীবৃন্দ ।