খোলা বাজার২৪, সোমবার, ৭ নভেম্বর ২০১৬: শুধু ভালো নয়; অন্যদের তুলনায় বেশি ভালো খেলেও জাতীয় দলে জায়গা হচ্ছে না নাসির হোসেন এবং আল-আমিন হোসেনের। রুবেল হোসেন আফগানিস্তান সিরিজের শেষদিকে একটু তাল হারালেও উপমহাদেশের বাইরে তার জুড়ি মেলা ভার। গত ওয়ানডে বিশ্বকাপই তার প্রমাণ। সেই রুবেলও নিউ জিল্যান্ড সফরের দলে নেই। জাতীয় দলের পরিস্থিতি এখন এমনই, এই তিনজন সহসা দলে ফিরতে পারবেন বলে মনে হয় না।
বিসিবি কর্তাদের যুক্তি, তরুণ খেলোয়াড়দের তুলে আনতে কয়েকজনকে বসিয়ে রাখা হচ্ছে। কিন্তু তাই বলে যারা ভালো খেলছেন, ফর্মে আছেন- তাদের বসিয়ে দিতে হবে?
নাসিরের কাহিনী বেশ পুরনো। কোচের সঙ্গে ঝামেলা। কোচের অভিযোগ, অনুশীলনে সিরিয়াস নন তিনি। এছাড়া কোচদের সেভাবে নাকি পাত্তাও দিতে চান না। গতকাল বিপিএল স্থগিত হওয়ার দিনে মিরপুরে দেখা হয় নাসিরের সঙ্গে। বাদ পড়ার প্রসঙ্গ তুলতেই মুখে আঙুল তুলে জানিয়ে দেন, ‘চুপ’।
নাসির চুপ থাকলেও তার পারফর্ম্যান্স চুপ থাকতে দিচ্ছে না। গত দুই বছরে দলের দ্বিতীয় সেরা স্পিনার তিনি। ১৭ ম্যাচে ২৮.২২ গড়ে ১৮টি উইকেট। ২৮.০৩ গড় নিয়ে কেবলমাত্র সাকিব তার উপরে আছেন। বরং ইকোনোমি রেটে সাকিবের চেয়ে অনেক এগিয়ে তিনি। ৪.৪১ ইকোনমি রেট নিয়ে মোস্তাফিজ বাদে সবার উপরে তিনি। মোস্তাফিজও তার থেকে খুব একটা এগিয়ে নন, ৪.২৭।
ঢাকা প্রিমিয়ার লিগেও নাসির ছিলেন সেরার দৌড়ে। ব্যাটিংয়ে ৭৫’র বেশি গড় নিয়ে কেবল মোসাদ্দেক হোসেন সৈকতের পেছনে। গত বিশ্বকাপেও নাসির ছিলেন নাসিরের মতো। তিন ম্যাচে মাঠে নামানো হয়েছিল। তিনটিতেই সবচেয়ে ভালো বোলিং গড় তার। ইকোনোমি রেটেও ছিলেন দ্বিতীয়। ইংল্যান্ড সিরিজের শেষ দুই ম্যাচেও নাসির সবার নজর কাড়েন। দ্বিতীয় ম্যাচে জয় পেতে তার অবদান ছিল। তৃতীয় ম্যাচে দল হারলেও ব্যাটে-বলে নাসির অন্যদের চেয়ে এগিয়ে ছিলেন।
রুবেল, আল-আমিন ২০১৫ সাল থেকে জাতীয় দলে নিয়মিত। ২০১৫ সালের নিউ জিল্যান্ড-অস্ট্রেলিয়া বিশ্বকাপে রুবেল নিজেকে চেনান দাপটের সঙ্গে। কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে গতির ঝড় তোলেন। দলকে কোয়ার্টার ফাইনালে তুলতে তার অবদান অনেকখানি। আর আল-আমিন অ্যাকশন ঠিকে করে ফিরে আসার পর আরো বিধ্বংসী হয়েছেন। ডেথ ওভারে প্রতিপক্ষ গত বছর তাকে খেলতেই পারেনি।
একজন খেলোয়াড় যখন এমন ফর্মে থেকেও দলে সুযোগ পান না, তখন হতাশায় পেয়ে বসাটাই স্বাভাবিক। নাসির, আল আমিনের ঘনিষ্ঠ সূত্র বলছে, দুইজনকে সেই হতাশা ঘিরেও ধরেছে।
রুবেল অবশ্য অতটা শঙ্কিত নন। ‘দুই হোসেন’ মুখে কুলুপ আঁটলেও রুবেল বলছেন, পরিস্থিতি সামলে ঠিক তিনি ফিরে আসবেন। ঢাকাটাইমস