খোলা বাজার২৪, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০১৬: সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের ঢাকা-বগুড়া রোডের হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক আকবর আলী (৪৫) মারা গেছেন। তিনি বগুড়া সদর উপজেলার দক্ষিণ গোদারপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। সোমবার সন্ধ্যায় এই দূর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল জিলানী জানান, বগুড়া থেকে ঢাকাগামী একটি ট্রাক উক্ত হোটেলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় দুটি ট্রাকের সন্মুখ অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে কেবিনের মধ্যে চাপা লেগে ঢাকাগামী ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যায়। ট্রাক দুটি জব্দ করা করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।