খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০১৬:
নিউজিল্যান্ড সফরের আগেই মুস্তাফিজুর রহমানকে টিমে ফেরানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন টাইগারদের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।
বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে ওয়ালশ বলেন, নিউজিল্যান্ড সফরেই আমরা মুস্তাফিজকে চাই। তবে তাকে নিয়ে আমরা কোনও ঝুঁকি নিতে চাই না। এজন্য তার শারীরিক অবস্থা জানতে দ্রুতই তাকে ইংল্যান্ড পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
এদিকে অস্ত্রোপচারের পর অনেকটাই সেরে উঠেছেন মুস্তাফিজ। সম্প্রতি তিনি ইনডোরে প্র্যাকটিসও শুরু করেছেন। নিউজিল্যান্ড সফরের আগেই তিনি ফিরতে চান মাঠে।
এর আগে ১১ আগস্ট লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে মুস্তাফিজুর রহমানের বাঁ কাঁধে অস্ত্রোপচার হয়। অভিজ্ঞ অর্থোপেডিক সার্জন অ্যান্ড্রু ওয়ালেস এ অস্ত্রোপচার করেছেন। ডাক্তারের কাটাছেঁড়া শুরুর আগেই কাটার মাস্টারকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মুস্তাফিজকে ফোন দিয়ে অভয় দিয়েছিলেন অধিনায়ক মাশরাফি মুর্তজাও। অপারেশনের সময হাসপাতালে মুস্তাফিজুরের পাশে ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান ও প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।