খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০১৬:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়ি ও মন্দিরে হামলার প্রতিবাদ জানাতে আবারও শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার সকালে শাহবাগ মোড় অবরোধ করে প্রতিবাদ সমাবেশ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
রমনা বিভাগরে উপ-কমিশনার মারুফ হোসেন সরদার জানান, সকাল ১১টার দিকে শাহবাগ অবস্থান নিয়ে ছাত্ররা সড়ক অবরোধ শুরু করে। এখনো শিক্ষার্থীদের অবরোধ চলছে।
সড়ক অবরোধের কারণে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শাহবাগে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে গত শুক্রবার দুপুরে একই দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থী।