খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০১৬: শেখ ইকবাল হাসান, নড়াইল: হরেক রকমের পিঠা প্রদর্শণের মধ্যদিয়ে নড়াইলে শুরু হলো দিনব্যাপি নবান্ন উৎসব। জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় এ উৎসবের উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ। এসময় নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) কাজী মাহাবুবুর রশীদ, জেলা প্রশাসকের সহধর্মিনী মোছাঃ মেহেরুন্নেছা জুই, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাছিমা খানম, নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, সহকারী কমিশনার সাবরিনা সুলতানা, আয়েশা জান্নাত তাহেরা, সালমা পারভীন, আজিমুদ্দিন, নারী নেত্রী আঞ্জুমানআরা, রাবেয়া ইউসুফ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
নবান্ন উৎসবে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজ সেবা অধিদপ্তর, উপজেলা নারী উন্নয়ন ফোরাম, নড়াইল ড্রামা সার্কেল, ব্র্যাকসহ কয়েকটি সংগঠন অংশগ্রহণ করে। এসময় স্টলে পাটি সাপটা, পাকান পিঠা, চিতই পিঠা, পুলি পিঠা, ভাজা পিঠা, পাতাশিরা, গিট পিঠা, লবঙ্গ পিঠা, আনতোষা পিঠা, রসপাকান, দুধের ছাচ পিঠা, ফুল পিঠা, ভাপা পিঠা, ঝিনুক পিঠা, পাতা পিঠা, সিরিঞ্জ পিঠাসহ অন্তত ৪০ প্রকারের পিঠার সমাহার ছিল সকলের নজরকাড়া। এছাড়া নবান্ন উৎসব উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা, আলোচনাসভা, পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।