Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
14993313_149865655487586_4447616844931501529_nখোলা বাজার২৪, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০১৬: পিরোজপুরে তেজদাসকাঠী কলেজ ছাত্রী আমিনা রহমান আঁখি বখাটের ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার প্রতিবাদে আজ  তেজদাসকাঠী কলেজের শিক্ষক ও  ছাত্রছাত্রীরা মানব বন্ধন করে।
মানব বন্ধনে দূর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতার  ও দ্রুত বিচারের দাবি জানান।
গুরুতর আহত একাদশ শ্রেণীর ছাত্রী আমিনা রহমান আঁখি বর্তমানে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি আছে।
15073467_149865508820934_6073632864331686696_n
গত রবিবার বিকেলে উপজেলার চলিশা বাজারের কাছে এ ঘটনা ঘটে।