খোলা বাজার২৪, বুধবার, ১৬ নভেম্বর ২০১৬: মুন্সিগঞ্জ জেলা হোমিও প্যাথিক চিকিৎসক সমিতি গঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে মুন্সিগঞ্জ জেলা হোমিও প্যাথিক ডাক্তারদের নিয়ে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মুন্সিগঞ্জের শহরের ইউরো প্লাজা প্রাঙ্গনে সাধারণ সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।
ডা: মো: গফুর শাহিনকে সমিতির সভাপতি ও ডা: হাজী মো: কামাল পাশাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এই কমিটির পাঁচজনকে সহসভাপতি করা হয়েছে হয়েছেন তারা হলো ডা: রফিকুল ইসলাম, ডা: মো: বশির উদ্দিন বাদল, ডা: উমা শংকর, ডা: এম. শাসুদোদাহা ও ডা: নিত্যনন্দ মন্ডল। দুইজনকে সহ:সাধারণ সম্পাদক করা হয়েছে তারা হলো ডা: আবউল বাতেন ও ডা: মো: শফিকুল ইসলাম। কোষাধ্যক্ষ আশ্রাফ মিয়া, সহ কোষাধ্যক্ষ মনির হোসেনকে। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ডা: মো: রফিকুল আনোয়ারকে। সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে জুয়েল ও মো: গোলাম মাওলাকে। প্রচার সম্পাদক পদে দায়িত্ব দেয়া হয়েছে আলমগীর হোসেনকে, দপ্তর সম্পাদক করা হয়েছে বাবুল হোসেনকে, ধর্ম বিষয়ক সম্পাদক করা হয়েছে ওমর ফারুককে, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক করা হয়েছে আনোয়ার হোসেনকে, সমাজসেবা সম্পাদক করা হয়েছে জাহাঙ্গীর আলমকে, ক্রীড়া সম্পাদক করা হয়েছে আলাল উদ্দিনকে। বাকীদের কার্যকরি সদস্য করে মোট ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।