Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

10খোলা বাজার২৪, বুধবার, ১৬ নভেম্বর ২০১৬:
রাজধানীর মিরপুরে মোবাইল ফোন নিয়ে দ্বন্দ্বের জেরে আনিস নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার সকালে ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরকার এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডাদেশ ছাড়াও আসামিদের ২০ হাজার টাকা করে জরিমানা করেন আদালত।
২০১৩ সালের ৭ ফেব্র“য়ারি পল্লবীতে আনিসকে গলা কেটে হত্যা করা হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন শমসের ও মো. লালু। তারা দুজনের মাংস বিক্রেতা।
রায় ঘোষণাকালে শমসের ট্রাইব্যুনালে হাজির ছিলেন। লালু পলাতক রয়েছেন।