খোলা বাজার২৪, বুধবার, ১৬ নভেম্বর ২০১৬:
আগামীকাল (বৃহস্পতিবার) থেকে নতুন সময়ে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্ব। রাতে শিশিরের মাত্র বাড়তে থাকায় চট্টগ্রাম পর্ব থেকে এক ঘন্টা আগে ম্যাচ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গর্ভনিং বোর্ড। কারণ রাত বাড়ার সাথে সাথে বাড়তে থাকে শিশিরের মাত্রা। যা স্পিনার এবং ফিল্ডারদের জন্য প্রায় অক্ষম করে ফেলার জন্য যথেষ্ট। তাই টস এক্ষেত্রে অনেকটাই ম্যাচের ভাগ্য বদলে দেয়।
তাই আগামীকাল থেকে শুরু হওয়া বিপিএলের চট্টগ্রাম পর্ব থেকে বদলে যাচ্ছে ম্যাচ শুরুর সময়। দুপুরের ম্যাচ শুরুর সময় এগিয়ে আনা হয়েছে ১ ঘণ্টা। তাই দিনের প্রথম ম্যাচটি এখন থেকে শুরু হবে দুপুর ১টায়। আর সন্ধ্যার ম্যাচ এগিয়ে আনা হয়েছে সোয়া ১ ঘণ্টা। তাই দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হবে বিকেল পৌনে ছয়টায়।
একই ভাবে বদলে গেছে শুক্রবারে ম্যাচ শুরুর সময়। শুক্রবারেও দুপুরের ম্যাচ ১ ঘণ্টা এগিয়ে শুরু হবে দেড়টায়। পরের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সোয়া ছয়টায়। বৃহস্পিতবার চিটাগং ভাইকিংস ও ঢাকা ডায়নামাইটসের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব।