খোলা বাজার২৪, শুক্রবার, ১৮ নভেম্বর ২০১৬: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো চিটাগং ভাইকিংসের। চট্টগ্রাম পর্বে ২য় ম্যাচে কাংখিত জয় তুলে নিল তামিমের দলটি। অবশ্য ম্যান অব দ্যা ম্যাচ নবীর ব্যাটিং তান্ডবে ১৯০ রানে ফাইটিং স্কোর গড়ে চিটাগং ভাইকিংস। জবাবে বিশাল রান ১৯১ তাড়া করতে নেমে রাজশাহী কিংসের উদ্বোধনী জুটি চার, ছয়ে রান রেট ঠিক রেখে এগুতে থাকে।
এ সময় মনে হচ্ছিল রাজশাহী অনায়াসে টপকে যাবে ১৯০ রান ।মমিনুল হক ৪ ওভার ৩ বলে ৪টি চারে ২২ রানে আউট হলে চিটাগাং শিবিরে কিছুটা স্বস্তি ফিরে আসে।কিন্তু সাব্বির এসে আবার রানের চাকা সচল করে চার ছয়ে গ্যালারি মাতিয়ে রাখে। ২৭ বল খেলে ৩৮ রানে ৯ দশমিক ১ ওভারে জুনায়েদ সিদ্দিক লং অনে ইলিয়টের বলে নবী তালুবন্দি করলে ২ উইকেটে ৭৮ রান সংগ্রহ করে রাজশাহী।১২ ওভার ৩ বলে ২১ রানে তাসকিনের বলে ওমর আকমল দর্শনীয়ভাবে বাউন্ডারি লাইন থেকে স্মিথ ক্যাচ ধরলে ৩ উইকেটে রাজশাহী সংগ্রহ ১১২।বাংলাদেশের বুম বুম খ্যাত সাব্বির ১৪ ওভার ৩ বলে ৪৬ রানে আউট হলে ৪ উইকেটে ১২৮ রান করে রাজশাহী।১৫ ওভার ৩ বলে নবীর বলে এগিয়ে এসে খেলতে গিয়ে ষ্টাম্পিংয়ে পাটেল ৬ রানে সাজ ঘরে ফিরে। ৫ উইকেটে সংগ্রহ করে রাজশাহী ১৩৪।এরপর বিপদজনক হয়ে উঠা ক্যারিবিয়ান সামি ৬ বলে ১৪ রান করে আউট হলে ম্যাচের নিয়ন্ত্রনে চলে আসে স্বাগতিকরা।৬ উইকেটে সংগ্রহ করে রাজশাহী ১৫১ রান ।শ্রীবর্ধনা তাসকিনের বলে ১৭ ওভার ৪ বলে ৪ রানে আউট হলে ৭ উইকেটে সংগ্রহ করে রাজশাহী ১৫৪।এরপর ওভারের ৪র্থ বলে মিরাজ ব্যাক্তিগত ২ রানে বোল্ড হলে ৮ উইকেটে একই বৃত্তে আটকে থাকে রাজশ্হাী।২০ ওভারে ৯ উইকেটে সংগ্রহ করে রাজশাহী ১৭১।আর চিটাগং ভাইকিংসের তাসকিন ৫ টি,নবী ১টি,ইমরান ২টি,ইলিয়ট ১টি,উইকেট লাভ করে।
এদিকে বন্ধের দিন থাকায় বিপিএল চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিন শুক্রবার গ্যালারিতে ছিল উপচে পড়া ভিড়। প্রথম অর্ধের চিটাগং ভাইকিংসের ব্যাটিং শেষ হবার পরই গ্যালারিতে তিল ঠাই পরিমান জায়গা ছিলনা ।
এর আগে চিটাগং ভাইকিংস ৫ উইকেট হারিয়ে করে ১৯০।যা ছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রান।তামিম ইকবাল ৬ বল খেলে ১ চারে ৫, স্মিথ ৬ টি চারের সাহায্যে ৩৪,এনামুল ৪টি চার ,২টি ছয়ে ৫০ ও নবী ৩৭ বলে ৬ টি চার ও ৬টি ছয়ের মারে ৮৭ রান করে। রাজশাহী কিংসের ফরহাদ রেজা ,মেহেদী হাসান মিরাজ ও আবুল হাসান ১ টি ও পাটেল ২ টি উইকেট লাভ করে।