Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

1kখোলা বাজার২৪, রবিবার, ২০ নভেম্বর ২০১৬:  জেলায় টেন্ডার ছাড়াই সরকারি গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। শহরের কলেজপাড়ার হর্টিকালচার সেন্টার চত্বরে রোপনকৃত প্রায় ৩০ বছরের পুরাতন মেহগুনি, কাঠাল, কৃষ্ণচুড়াসহ ১৮টি গাছ কর্তন করে কৃর্তপক্ষ।
স্থানীয় এলাকাবাসী ও হর্টিকালচার সেন্টারের বেশকিছু কর্মকর্তার অভিযোগ, অফিসের উর্ধতন কর্মকর্তাদের যোগশাজসে টেন্ডার ছাড়াই গাছগুলো কর্তন করা হয়। গাছগুলো কর্তন করায় সরকারের অনেক টাকা রাজস্ব হারিয়েছে বলে জানান তারা।
তারা কারন হিসেবে উল্লেখ করেন, কোন প্রচার মাধ্যম কিংবা কোন মাইক ও ওপেন টেন্ডার ছাড়াই এতোগুলো গাছ সিন্ডিকেটের মাধ্যমে নাম মাত্র দামে ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন হর্টিকালচার বিভাগের উর্ধতন কর্তৃপক্ষ। এতে স্থানীয় কাঠ ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে হার্টিকালচার বিভাগের উপ-সহকারি উদ্যান কর্মকর্তা ইজার উদ্দিন জানান, আমরা গাছ কর্তনের আগে বন বিভাগসহ সংশ্লিষ্ট বিভাগের অনুমতি নিয়েছি এবং সংশ্লিষ্ট জায়গায় অনুলিপিও প্রদান করেছি। ১৮টি গাছ ৮৫ হাজার টাকায় বিক্রয় করা হয়েছে। তবে ওপেন টেন্ডার কিংবা কোন ভাবেই প্রচার করা হয় নি বলে তিনি স্বীকার করেন। এদিকে স্থানীয় কাঠ ব্যবসায়ীরা বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন।