Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
10449191_506668266133329_7504243878848296685_nখোলা বাজার২৪, শনিবার, ১৯ নভেম্বর ২০১৬: বিএনপির চেয়ারপারর্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসাবে আজ সকালে পিরোজপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলের আয়োজন করলে পুলিশ বাধা দেয়।
বিএনপির নেতাকর্মীদের বিএনপি অফিস থেকে বের করে দিয়ে পুলিশ অফিসে তালা ঝুলিয়ে দিয়ে নেতাকর্মীদের হয়রানি করে এবং কর্মসূচি বানচাল করে দেয়।
বিকাল ৫ টার পরে পুলিশ আবার বিএনপি অফিস খুলে দেয়। কিন্তু সন্ধ্যা হওয়ার সাথে সাথে আবারও পুনরায় অফিস থেকে নেতাকর্মীদের বের করে দিয়ে অফিসে তালা ঝুলিয়ে দেয়।

উক্ত ঘটনায় পিরোজপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক সহ. অধ্যাপক আলমগীর হোসেন তীব্র ক্ষোভ নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন। আলমগীর হোসেন বলেন, বিএনপি একটি গনতান্ত্রিক দল। এটি কোন ভাবেই নিষিদ্ধ কোন সংগঠন নয়। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক নিবন্ধিত দলকে তার রাজনৈতিক ঠিকানা থেকে উৎখাত করার কোন অধিকার সরকার বা সরকারের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কোন বাহিনীর নেই। তিনি অবিলম্বে পিরোজপুর জেলা বিএনপি অফিসের তালা খুলে দেওয়ার পাশাপাশি দেশ ও গনতন্ত্র রক্ষায় সুষ্ঠুভাবে দলকে রাজনীতি করতে দেবার আহবান জানান। অন্যথায় যে কোন পরিস্থিতর সৃষ্টি হলে তার দায়ভার এই সরকারকেই বহন করতে হবে।