Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ২৩ নভেম্বর ২০১৬:  দিনাজপুর জেলার নবাবগঞ্জ যুব সমাজের সহযোগিতায় সফল খামারি সেলিম।দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের কাতল মারি গ্রামের মৃত অব্দুল মান্নানের পুত্র মোঃ সেলিম একজন সফল খামারি হিসাবে অত্র উপজেলার যুব সমাজের মাঝে প্রেরেরনার ও দিক নির্দেশনার দৃষ্টান্ত উপস্থাপন করেছে।

এলাকায় গিয়ে জানা যায়, মোঃ সেলিম ২০০৯ সালে স্টুডেন্ট ভিসা পেয়ে ইউনাইটেড কিংডম(যুক্তরাজ্য) ইউনিভারসিটিতে, পোষ্ট গ্রাজুয়েট ফাইনেন্স এবং একাউন্টিং এ পড়াশুনা শেষ করে ওই দেশে ব্রিটিস পেট্ট্রেলিয়াম কম্পানিতে চার বছর চাকুরী করার পর নিজের মাতৃভূমির কথা চিন্তা করে দেশে ফিরে আসেন এসে তার নিজেস্ব সম্পত্তিতে গড়ে তোলেন এক এর পর এক কৃষি, বনজ ও ফলজ, গরুর খামার । বর্তমানে তার ৩০ বিঘায় হাড়িভাঙ্গা ও অম্রপালি আম চাষ, ১৬ বিঘায় তিলচাষ, ১৭ বিঘায় জিরা ধান চাষ, ৩বিঘায় নেপোলিয়ান ঘাসের চাষ গরুর খামার, শরিষা ৬বিঘা, ১ একর মালটা চাষের জন্য প্রস্তুতি চলছে, গরুর খামারে ১৮টি ষাড় ও ৬০ টি গরু রাখার ব্যাবস্থা করছেন। সে নিজেই ভারমিজ কম্পোজ সার তৈরির প্রস্তুতি নিয়েছেন । বায়োগ্যাস উৎপাদনের সব কিছু ব্যাবস্থা চলছে সরে জমিনে গিয়ে তার প্রতিটি প্রজেক্ট ঘুরে দেখা যায় প্রত্যন্ত গ্রামের সবুজ ঘেরা আমবাগান, তিলচাষ, ধানচাষ,গোয়াল ভরা গরু সবমিলিয়ে মনোমুগ্ধকর এক পরিবেশ গড়ে তুলেছেন নিজ উদ্দোগে।

মোঃ সেলিম এর কাছে এই খামার করার উদ্দোগের কারণ জানতে চাইলে বলেন বিদেশে থেকে পড়াশুনা করে দেখেছি অন্যের উপর আসা করে কোন আনন্দ নেই । আমরা যারা আজকে দেশের বোঝা হয়ে আছি চাকুরীর আশায় জীবন শেষ না করে আমরা নিজেরাই নিজের উপর ভর দিয়ে চলতে পারার আত্মবিশ্বাস নিয়ে আমার এই খামার করার উদ্দোগ আমি সরকারের উদেশ্যে বলতে চাই, আমাদের দেশের কৃষক দের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা, দেশিও বীজ উৎপাদন করা, উন্নত প্রশিক্ষন, সেচ ব্যাবস্থা নিশ্চিত করণ করলেই আমাদের দেশ এগিয়ে যাবে বলে আশা করি।

সেলিম আরো জানায় যাদের জমি কম তারা অন্য কৃষি চাষ করতে পারেন যেমন আমার খামারের চাহিদা মিটিয়ে তিন বিঘা জমিতে নেপোলিয়ান খাষ বিক্রি করে বছরে ৮ লক্ষ টাকা আয় করছি। এ ব্যপারে নবাবগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান জানায় মোঃ সেলিম কে আমরা সব ধরনের সহযোগিতা দিচ্ছি এবং যে কোন ধরণের সহযোগিতা প্রয়োজন পড়লে আমরা তাকে সহযোগিতা দিব।

কৃষি অফিসার আবুরেজা মোঃ আসাদুজ্জামান আরো বলেন, সেলিমের ভার্মিজ সার উৎপাদনের উদ্দোগ কে আমরা সহযোগিতা দিচ্ছি, ভার্মিজ সার এমন একটি জমির জৈব্য সার জমির তিনটি ঘারতি পুরন করে যা জমির উপকারী বন্ধু। এ ভাবে একজন শিক্ষিত বেকার যুবক চাকরীর আসায় বসে না থেকে নিজেই কর্মসংস্থান সৃষ্টি করায় এলাকায় ব্যাপক সাড়া পড়েছে।