খোলা বাজার২৪, রবিবার, ২৭ নভেম্বর ২০১৬:
কুড়িগ্রাম : কুড়িগ্রামে একটি পিকআপ ভ্যানে ১০ কেজি গাঁজাসহ বাপ্পী ওরফে বিপুল (২০), শফিকুল ইসলাম (৩৩) ও মুকুল মিয়া (২৭) নামের তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
জানা যায়, শুক্রবার দিবাগত গভীর রাতে ধরলা ব্রীজের পূর্ব পাড়ের চর মাধবরাম কল্লাকাটা জামে মসজিদের সামন থেকে তাদের আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী বিপুল সদর উপজেলার ভরসার মোড় গ্রামের মনসুর আলী এবং শফিকুল ও মুকুল যথাক্রমে একই উপজেলার কুমোরপুর গ্রামের শাফী উদ্দিন ও মৃত: পনির উদ্দিনের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি টিম মাধবরাম এলাকায় তল্লাশী চৌকি বসায়। এসময় জেলার ফুলবাড়ী থেকে বগুড়াগামী একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন- ১১-৮৯৫২) আটক করে চালকের আসনের নিচে বিশেষ কায়দায় রাখা অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় চালক বিপুলসহ আরোও দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইনস্পেক্টর রায়হান আহম্মেদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।