খোলা বাজার২৪, রবিবার, ২৭ নভেম্বর ২০১৬:
মনিরুল ইসলাম পারভেজ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাটে রিজেন্ট টেক্সটাইল মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ রবিবার সকালে দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বোয়ালখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ নারায়ণ চক্রবর্তী বার্তা সংস্থা এনবিএসকে জানান, প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এতে তৈরি পণ্য ও যন্ত্রপাতি পুড়ে গেছে। তবে এখনো ক্ষয়ক্ষতি নিরুপণ করা যায়নি ।
এদিকে রিজেন্ট টেক্সটাইল মিলের অফিস কক্ষে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে জানিয়েছে বোয়ালখালী ফায়ার সার্ভিস।