খোলা বাজার২৪, রবিবার, ২৭ নভেম্বর ২০১৬: চট্টগ্রাম জেলার সন্দ্বীপে চাঞ্চল্যকর আক্কাস উদ্দিন হত্যা মামলায় সব আসামি বেকসুর খালাস পেয়েছেন।
আজ রবিবার দুপুরে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম এর আদালতের এ রায় ঘোষণা করেন।
খালাস পাওয়া ৮ আসামীরা হলেন, গাছুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, দফাদার শাহজাহান হক, চৌকিদার আবুল কাসেম, চৌকিদার ফয়েজ উদ্দিন আহমেদ, চৌকিদার মো. সিদ্দিক, মেম্বার আশরাফ উদ্দিন, মেম্বার মোমিনুল হক ফেরদৌস ও চৌকিদার সাফিউল হক। তাদের মধ্েয শফিকুলসহ প্রথম তিনজন বিচার চলার মধ্েযই মারা গেছেন।
আসামী আশরাফ উদ্দিন ও মোমিনুল হক ফেরদৌস জামিনে আছেন। পলাতক আছেন মো. সিদ্দিক ও সাফিউল হক। চৌকিদার ফয়েজ বর্তমানে কারাগারে রয়েছেন।
উপজেলার গাছুয়া ইউনিয়নে ২৩ বছর আগে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছিল। খালাস পাওয়া ৮ জনের মধ্যে মামলা চলাবস্থায় ৩ জনের মৃত্যু হয়েছে।
মামলা পরিচালনাকারী সরকার পক্ষে নিযুক্ত এপিপি অজয় বোস বার্তা সংস্থা এনবিএসকে জানান, আজ মামলাটির যুক্তিতর্ক উপস্থাপনের সময় নির্ধারিত ছিল। যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণা করে।
মামলার বিবরণে জানাগেছে, ১৯৯৩ সালের ৪ অগাস্ট সন্দ্বীপ উপজেলার গাছুয়া ইউনিয়নে আবুল কাশেম নামে এক ব্যাক্তির কাছ থেকে ১৫ হাজার টাকা চুরির অভিযোগে গাছুয়া ইউনিয়নের সেই সময়ের চেয়ারম্যান শফিকুল আলমের বাড়িতে ডেকে নিয়ে দুইদফা আক্কাসকে মারধর করা হয়। এতে তার মৃত্যু ঘটে।