
আজ রবিবার সকালে নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে শহীদ ডা. মিলন দিবস স্মরণে বাংলাদেশ জাতীয় ছাত্র কেন্দ্র আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এম. গোলাম মোস্তফা ভুইয়া এ কথা বলেছেন।
ছাত্র কেন্দ্রের যুগ্ম সমন্বয়কারী সোলায়মান সোহেলের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন ন্যাপ যুগ্ম মহাসচিব সৈয়দ শাহজাহান সাজু, সম্পাদক মোঃ কামাল ভুইয়া, মতিয়ারা চৌধুরী মিনু, নগর সদস্য সচিব মোঃ শহীদুননবী ডাবলু, যুব ন্যাপ যুগ্ম সমন্বয়কারী আবদুল্লাহ আল কাউছারী, ছাত্র কেন্দ্রে‘র যুগ্ম সমন্বয়কারী আলী নূর নাদিম, গোলাম মোস্তাকিন ভুইয়া, নির্বাহী সদস্য আবুল হোসেন, সীমা আক্তার প্রমুখ।
এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, জাতীয় পর্যায়ে চরম বিপর্যয় ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। সমাজ আর রাষ্ট্রের সকল ক্ষেত্র আজ দু’টি ভাগে বিভক্ত হয়ে পড়েছে। যেন দু’টি জাতিতে পরিণত হয়েছে। যেকোনো সময় যে কেউ নিহত, আহত বা সম্মানহানির শিকার হতে পারেন। তিনি বলেন, বর্তমান অবস্থা জাতি-রাষ্ট্রে, গনতন্ত্রের জন্য চরম হুমকি। চলমান অনিশ্চয়তার অবসান হওয়া প্রয়োজন। এ জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। এ কাজে দেশের সকল গণতন্ত্রকামী শক্তিকে এগিয়ে আসতে হবে। তিনি বলেছেন, দেশে যা কিছুই ঘটুক না কেন তার জন্য সরকারের পক্ষ থেকে বিরোধীদের প্রতি দোষারোপ করা হচ্ছে। কোনো কারণ ছাড়াই শত-শত বিরোধী নেতা-কর্মীদের কারাগারে পাঠানো হচ্ছে। এটা কোনো গণতান্ত্রিক ও সুস্থ বুদ্ধি সম্পন্ন সরকারের কাজ হতে পারে না।
সভাপতির বক্তব্যে সোলায়মান সোহেল বলেছেন, গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ডা. মিলনের চেতনায় দেশের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করতে হবে। তিনি চলমান রাজনৈতিক অস্থিরতা নিরশনে গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশের সকল নিবন্ধিত রাজনৈতিক দলের সমন্বয়ে জাতীয় সংলাপের আহ্বানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।