Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, রবিবার, ২৭ নভেম্বর ২০১৬: 59 বিপিএল জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ১-০ গোলে হারায় উত্তর বারিধারা কোচ রাশেদ আহম্মেদ পাপ্পু বলেন ম্যাচ টা হারায় আমরা একটু মোরালি ডাউনের দিকে চলে এলাম।খেলায় অনেক সুযোগ পেয়েছিল আমার দল কিন্তু অনেক গুলো মিস আমাদের ভুগিয়েছে।খেলা শেষে সংবাদ সম্মেলনে ফেনী সকারের কোচ লাডি বাবা লোলা জানান এটা আমাদের জন্য একপ্রকার ফাইনাল ম্যাচ ছিল আমরা জিতেছি এটাতে আমি খুশী ।আশাকরি ম্যাচ জিতার এ অনুপ্রেরনা আগামী ম্যাচ গুলোতে পয়েন্ট আমাদের রেলিগেশন শংকা থেকে মুক্ত করতে সহায়তা করবে।
এর আগে ফেনী সকার ও উত্তর বারিধারার মধ্যকার খেলায় আক্রমন পাল্টা আক্রমনের মধ্যে দিয়ে খেলতে থাকে দু দল।প্রথম সুযোগটি পায় ফেনী সকার খেলার ৪৮ মিনিটে বাম প্রান্ত থেকে শাহরান হাওলাদরের ক্রস থেকে সুযোগ সন্ধানী চমরিন রাখাইন রক্ষনভাগকে ফাকি দিয়ে তড়িৎ বুকে বল নিয়ে ঢুকে পড়েন জালে । উল্লাশে ফেটে পড়ে ফেনীর সমর্থকরা। ফেনী সকারের ১-০ গোলে লীড নিয়ে প্রথমার্ধ শেষ হয়।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল পরিশোধে মরিয়া হয়ে উত্তর বারিধারা।তবে গোল পেতে ভাগ্য তাদের সহায়ক ছিল না।অনেক গুলো সুযোগ ফরোয়ার্ডের ব্যর্থতায় ফেনীর সীমানায় গিয়ে প্রতিহত হয়।
নির্ধারিত সময়ে আর কোন গোল না হলে ১ -০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ফেনী।
১৭ খেলা শেষে ফেনী সকারের সংগ্রহ ১৩ নিয়ে পয়েন্ট টেবিলের ১২তম স্থানে ও উত্তর বারিধারা সংগ্রহ ১৭ খেলায় ১৩ পয়েন্ট অবস্থান ১১ তম স্থানে।