Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, রবিবার, ২৭ নভেম্বর ২০১৬:76
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারে অংশ নেয়ায় ক্ষেত্রে কোনো বাধা নেই।

তিনি বলেন, ‘সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিস্থিতি বিরাজ করছে।
নারায়ণগঞ্জবাসী ও জাতি একটি ভালো নির্বাচন দেখবে বলে আমরা আশা করছি।’
আজ নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের মিডিয়া সেন্টারে ব্রিফিংকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অপর এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনের প্রার্থীকে নিয়ে গণভবনে বৈঠকে আচরণবিধি লঙ্ঘিত হয়নি। এতে আচরণবিধি লঙ্ঘন হওয়ার কথা নয়। রাজনৈতিক দলের পক্ষ থেকে ঘরোয়া মিটিং হতেই পারে। এটা তো নির্বাচনী এলাকায় হয়নি। নির্বাচনী এলাকায় মন্ত্রী-এমপিরা এ ধরনের বৈঠক এবং প্রচারণা চালাতে পারবেন না।’
এক প্রশ্নের জবাবে সচিব বলেন, দলীয় প্রধান হয়েও এমপি না হওয়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারে অংশ নেয়ায় ক্ষেত্রে কোনো বাধা নেই।
নারায়নগঞ্জ সিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রশ্নে তিনি বলেন, নির্বাচনের আইন-শৃঙ্খলা বিষয়ক বৈঠক আগামী ১৪ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য পরিস্থিতি বুঝে সকল বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
নির্বাচনী এলাকায় বৈধ অস্ত্র জমা দেয়া ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে তিনি জানান।
২২ ডিসেম্বর নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।
সারাদেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে। আগামী বছরের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে অর্থাৎ যাদের জন্ম ১৯৯৯ সালের ১ জানুয়ারি বা তার আগে এবং যারা এখনও ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হননি তাদের জন্যই এ কর্মসূচি।
তিনি বলেন, এবার বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহ করা হবে না। ভোটার হওয়ার যোগ্য ব্যক্তিদের সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয় এবং ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা কার্যালয়ের সচিবের দপ্তর থেকে তথ্য ফরম-২ সংগ্রহ করে তা পূরণ করে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে হবে।
ভোটার হতে জন্ম নিবন্ধন সনদপত্রের (সত্যায়িত কপি), এস এস সি বা সমমানের সনদপত্রের সত্যায়িত কপি (যদি থাকে), নাগরিকত্ব সনদ/হোল্ডিং ট্যাক্স পরিশোধের রশিদ/বিদ্যুৎ বিল পরিশোধের কপি, পিতা-মাতা/ভাই-বোনের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সাথে নিতে হবে বলে তিনি জানান।
সচিব বলেন, গত ৩ থেকে ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্রের বিতরণ কার্যক্রম শুরু হয়েছে । বর্তমানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গুলশান থানার ১৯ নং ও সবুজবাগ থানার ২৩ নং ওয়ার্ডে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের লালবাগ থানার ২৬ নং ও ধানমন্ডি থানার ১৫ নং ওয়ার্ডে এ স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রম চলছে। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গুলশান থানার ওয়ার্ড ১৮, ২১ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সবুজবাগ থানার ওয়ার্ড ১,৫,৬ এবং ধানমন্ডি থানার ওয়ার্ড ১৫,১৬,১৭ এবং হাজারীবাগের ওয়ার্ড ২২ ও লালবাগ থানার ওয়ার্ড ২৩, কোতয়ালী থানার ৩৪,৩৫, ৩৬ ও ৩৭ নং ওয়ার্ডে স্মাট কার্ড বিতরণের নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে।
সংবাদ ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।