Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, রবিবার, ২৭ নভেম্বর ২০১৬:78
এএএইচএফ (এশিয়ান হকি ফেডারেশন) কাপ হকির ফাইনালে শ্রীলংকাকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।

রোববার হংকংয়ে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলংকাকে ৩-০ গোলে হারায় বাংলাদেশ। ফাইনালে বাংলাদেশের হয়ে গোল ৩টি করেছেন নিলয়, আশরাফুল ও কামরুজ্জামান।
খেলার ২২ মিনিটে হাসান জুবায়ের নিলয়ের ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৬১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান বাড়ান আশরাফুল ইসলাম। ৬৭ মিনিটে কামরুজ্জামান রানা পেনাল্টি কর্নার থেকে তৃতীয় গোল করেন।
এই জয়ের ফলে এশিয়া কাপ হকির মূল পর্বে খেলবে বাংলাদেশ।
এর আগে গত ২০০৮ ও ২০১২ সালেও চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।