Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

57খোলা বাজার২৪, সোমবার, ২৮ নভেম্বর ২০১৬ : গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ-বাগদা ফার্মেসী আদিবাসী ও বাঙালিদের উপর রংপুর চিনিকল ও পুলিশের হামলা, মামলা, লুটপাট, খুন, উচ্ছেদ, হয়রানির প্রতিবাদে ও ন্যায্য বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকালে ঠাকুরগাঁও চৌরাস্তায় জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে মুখে কালো কাপড় বেঁধে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জেলা শাখার সভাপতি সূর্যু মুরমু এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, আদিবাসিদের উপদেষ্টা এ্যাড. ইমরান হোসেন চৌধুরী, সাধারন সম্পাদক বাবুল তিগ্যা, জেলা জেএসডির সভাপতি মনসুর আলী, সাংবাদিক আব্দুল লতিফ, মনসুর আলী, গেলাম সারোয়ার সম্রাট প্রমূখ।বক্তারা এসময় বলেন, একটি সংঘবদ্ধ চক্র আদিবাসিদের জমি জায়গা দখল করতে তাদের উচ্ছেদ প্রক্রিয়া শুরু করেছে। সরকার যদি এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তম্যূলক শাস্তির ব্যবস্থা নেয় কেবল তখনই এসব প্রতিরোধ করা সম্ভব হবে।