খোলা বাজার২৪, সোমবার, ২৮ নভেম্বর ২০১৬ : মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। আজ ২৮ নভেম্বর সোমবার দুপুরে শেরপুর শহরের নিউ মার্কেট মোড়ে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন, শেরপুর জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন করা হয়। এসময় জেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একাত্মতা ঘোষণা করে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তারা মিয়ানমারে মুসলিম রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে নিন্দা ও ক্ষোভ জানায়।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি মো. শওকত আলী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক মো.আজাহার আলী, মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জেলা শাখার সভাপতি সোলাইমান আহম্মদ, জেলা রক্তদান সমিতির সভাপতি মো. আব্দুল আজিজ, প্রমুখ।