Tue. Oct 21st, 2025
Advertisements

islami-andolan-bangladeshখোলা বাজার২৪, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০১৬ : মিয়ানমারে অব্যাহত মুসলিম গণহত্যা, নারী ও শিশুদের ধর্ষণ ও বাড়ী-ঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে আগামী ১৮ ডিসেম্বর ২০১৬ মিয়ানমার অভিমুখে লংমার্চ-এর কর্মসুচী ঘোষণা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। রোববার (২২ নভেম্বর) রাতে চরমোনাই মাদরাসায় সংগঠনের সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের এক বৈঠকে এ কর্মসুচী ঘোষণা করা হয়।

এ বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম, প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান ও মাওলানা গাজী আতাউর রহমানসহ শীর্ষ নেতৃবৃন্দ।

বৈঠকে মিয়ানমার সরকার মুসলমানদের রক্তের নেশায় মদমত্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পীর সাহেব চরমোনাই বলেন, ১৮ ডিসেম্বর বাংলাদেশের ইসলাম প্রিয় ঈমানদার জনতা মিয়ানমারের মুসলমানদের রক্ষায় লংমার্চ করে মিয়ানমার যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি লংমার্চ সফলে দলমত নির্বিশেষে দেশের সর্বস্তরের মুসলমানদেরকে এগিয়ে আসার আহ্বান জানান।