Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০১৬:24 চট্টগ্রামে শমসের আলী নামে এক যুবককে গুলি করে হত্যার দায়ে ১৯ বছর পর মো. ইউনুস নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত

আজ ১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এ রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩ আসামীকে মামলা থেকে তিনজনকে বেকসুর খালাস দিয়েছেন। তারা হলেন, ইকবাল প্রকাশ ইব্রাহিম, নুসরত উল্লাহ ও গোলাম মোর্শেদ খান।

চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের পিপি এডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত কওে বার্তা সংস্থা এনবিএসকে জানান, ১৯৯৭ সালের ৩ নভেম্বর মহানগরীর নতুন চাক্তাই এলাকার চেয়ারম্যান ঘাটার একটি রিক্সার গ্যারেজে শমসের আলী (২৩)তে গুলি করে হত্যা করে তার ৪ বন্ধু। নিহত শমসের আলী বাকলিয়ার মিয়াখান নগর এলাকার দেওয়ান আলীর ছেলে ছিলেন। পুর্ব বিরোধের জের ধরে শমশেরকে ধরে নিয়ে গুলি করে হত্যা করা হয় বলে তার পিতা বাদি হয়ে ঐদিন নগরীর চাঁদগাও থানায় ৪ জনের নামে হত্যা মামলা দায়ের করেন।

পরে পুলিশ ১৯৯৮ সালের ৭ আগস্ট আদালতে অভিযোগ পত্র দাখিল করলে ২০০১ সালের ১ মার্চ আদালতে চার্জ গঠন করা হয়। মামলায় মোট ১৬ জন স্বাক্ষীর মধ্যে মাত্র ৪ জন স্বাক্ষির সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দিয়েছেন আদালত।এ ঘটনায় খালাস পাওয়ারা জামিনে থাকলেও যাবজ্জীবন প্রাপ্ত দন্ডিত আসামী ইউনুস পালাতক রয়েছে।