খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০১৬: ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে দুপুরে লিখিত বক্তব্যে চিটাগাং চেম্বার প্রেসিডেন্ট জনাব মাহবুবুল আলম জানায়, দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে ”১ম অন্তর্জাতিক এসএমই মেলা-২০১৬” এর উদ্বোধনী অনুষ্ঠান আগামী ০৩ ডিসেম্বর ২০১৬ ইং শনিববার সকাল ১১.০০ টায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে।
৩-৫ ডিসেম্বর অনুষ্ঠিত এ মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিল্প মন্ত্রী জনাব আমির হোসেন আমু এম.পি. এবং বিশেষ অতিথি হিসেবে বিদ্যুৎ-জ্বালানী ও খনিজ সম্পদ, নৌ-পরিবহন এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সদস্য জনাব এম. এ. লতিফ এমপি উপস্থিত থাকবেন। এ সময় সহ সভাপতি সৈয়দ জামাল আহম্মদ,মেলা কমিটির আহবায়ক মাহফুজুল হক শাহ,মেলা কমিটির সদস্য ওয়াহিদ সিরাজ স্বপন,অঞ্জন শেখর দাশ,হাবীবুল হক,চেম্বার পরিচালক আকতার হোসেন,কামাল মোস্তফা উপস্থিত ছিলেন।
এ মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে।মেলায় কৃষিজাত পন্য,চামড়া জাত পন্য,হস্তশিল্প,প্লাষ্টিক,অটোমোবাইল,লাইট ইঞ্জিনিয়ারিং,ক্যাবল এন্ড ওয়ার,মেটাল সিকিউরিটি,পর্যটন হজ্ব প্যাকেজ সহ ২৫ টি পন্য সম্পর্কে দর্শনার্থীরা অবগত হতে পারবেন জানানো হয়।এ ছাড়া নেতৃস্থানীয় অনেক ব্যাংক মেলায় অংশগ্রহন করছে।