খোলা বাজার২৪, শুক্রবার, ০২ ডিসেম্বর ২০১৬: মানব কল্যাণে প্রতিভার সন্ধানে এই স্লোগানে নওগাঁর মান্দায় সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক এবং সেবা মূলক প্রতিষ্ঠান একুশে ফাউন্ডেশনের উদ্যোগে ২১সদস্য বিশিষ্ট মান্দা উপজেলা আদিবাসী পরিষদের নতুন কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে একুশে ফাউন্ডেশন কার্যালয়ে সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঞ্চালনায় এবং সভাপতি আঃ রহিম এর সভাপতিত্বে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে একুশে ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সদস্য মাহবুবুজ্জামান সেতু, সুকদেব চন্দ্র এবং আব্দুল হালিমের উপস্থিতিতে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবীন চন্দ্র মুন্ডা, সাংগঠনিক সম্পাদক, নরেন চন্দ্র পাহান।
অন্যান্যের মধ্যে ছিলেন মান্দা উপজেলা আদিবাসী স¤প্রদায়ের নতুন কমিটির সভাপতি, নীপেন পাহান, সাধারণ সম্পাদক, অলিভ পাহান, সাংগঠনিক সম্পাদক, ললিত পাহান এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী বৃন্দ। অনুষ্ঠানে একুশে ফাউন্ডেশনের পক্ষ থেকে নতুন কমিটির সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।