খোলা বাজার২৪, শনিবার, ০৩ ডিসেম্বর ২০১৬: সংসদ ভবন এলাকায় কোন মাজার রাখা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু ফাউন্ডেশন আয়োজিত বিশ্বের সকল সংখ্যালঘুদের ওপর নির্মম নির্যাতনের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
মানববন্ধনে হাছান মাহমুদ বলেন, “সংসদ ভবন এলাকায় কোন মাজার রাখা হবে না; শুধু জিয়ার মাজার নয়। লুই কানের পুরনো নকশা অনুযায়ী সংসদ ভবন এলাকা সংরক্ষণ করা হবে। কাজেই যেহেতু জিয়ার মাজার নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছে তাই এটি (জিয়ার মাজার) সরকারকে পরীক্ষার আহবান জানাচ্ছি।”
তিনি বলেন, “পরীক্ষার পর যদি দেখা যায়, সেখানে জিয়ার লাশ নেই বা কোন লাশই না থাকে, তাহলে সেখানে মাজার রাখার প্রশ্নই আসে না।”
হাসান মাহমুদ বলেন, “বিমান ত্রুটির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জড়িত সন্দেহে এরই মধ্যে ৬ কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। পৃথক পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের মাধ্যমেই পুরো বিষয়টি বেরিয়ে আসবে। জড়িতদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।”
তিনি আরো বলেন, “সম্প্রতি শেখ হাসিনার বিমানে ত্রুটি নিছক কোন ত্রুটি নয়। এটা ষড়যন্ত্রের একটা অংশ হতে পারে।”
মিয়ানমারসহ বিশ্বে যেসব সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালানো হচ্ছে, তা অনতিবিলম্বে বন্ধ করার দাবি জানান তিনি।
মানববন্ধনে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।