Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শনিবার, ০৩ ডিসেম্বর ২০১৬: 42 সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সাধারণ ছাত্রদের ৩৫ এবং বীর মুক্তিযোদ্ধার সন্তানসহ অন্যদের আনুপাতিকহারে বৃদ্ধি করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন পালন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ রাজশাহী বিভাগীয় শাখা এ মানববন্ধনের আয়োজন করেন। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। সংগঠনটির বিভাগীয় সভাপতি মো. শাহ্জামান রতনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক রেদওয়ানুল হক তুষারের পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন, যখন আমাদের গড় আয়ু ৫০ ছিল তখন চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ ছিল, বর্তমানে গড় আয়ু ৭১-এ দাঁড়িয়েছে।

কিন্তু চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা হয়নি। এছাড়া সেশনজটের কারণে পড়ালেখা শেষ করতেই শিক্ষার্থীদের ২৬-২৭ বছর লেগে যায়। তাই সার্বিক বিষয় বিবেচনা করে চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো উচিত। বক্তারা যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, কাতারসহ বিভিন্ন দেশের উদাহরণ টেনে ৩৫ বছরকে সময়ের দাবি উল্লেখ করে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক গোলাম সারওয়ার, সাধারণ ছাত্র পরিষদ রাবি শাখার সভাপতি এলিন সাইদ উর রহমান, সাধারণ সম্পাদক শামীম হোসেন, মুনিরা আক্তার ঊষা, মাহবুব আলম, অসিত কুমার চন্দ্র, মোশররফ হোসেন, লাকি প্রমুখ।