খোলা বাজার২৪, রবিবার, ০৪ ডিসেম্বর ২০১৬: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩০ বছর।
শনিবার গভীর রাতে উপজেলার কালিকাপুর ইউনিয়নের বর্ধন গ্রামে এ ঘটনা ঘটে।
চৌদ্দগ্রাম থানার ওসি আবু ফয়সাল এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ২টার দিকে বর্ধন গ্রামের সেকান্দার আলীর ঘরে চুরি করতে ঢুকে ওই যুবক। পরে লেকাজন টের পেয়ে চিৎকার করলে গ্রামবাসীর গণপিটুনিতে তার মৃত্যু হয়।
পুলিশ আজ রোববার সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।