খোলা বাজার২৪, রবিবার, ০৪ ডিসেম্বর ২০১৬: মালয়েশিয়া থেকে অপহৃত বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ রোববার সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
এএসপি মিজানুর রহমান জানান, মালয়েশিয়ায় বাংলাদেশি দূতাবাস এবং মালয়েশিয়ার পুলিশের সহায়তায় অপহৃত ব্যক্তিকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে বাংলাদেশে ফিরিয়ে এনেছে র্যাব।
এ ঘটনায় তিনজনকে আটক করেছে র্যাব। তিনজনই মানবপাচারকারী দলের সদস্য বলে জানান এই র্যাব কর্মকর্তা।
বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের গণমাধ্যম শাখায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।