Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

70খোলা বাজার২৪, সোমবার, ০৫ ডিসেম্বর ২০১৬: মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা সেতু প্রকল্প এলাকায় পাইলিংয়ের জন্য এ রকম গোলাকার পাইপ তৈরির বেন্ডিং মেশিন নষ্ট হয়ে গেছে।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা সেতু প্রকল্প এলাকায় পাইলিংয়ের জন্য পাইপ তৈরির বেন্ডিং (পাইপ গোলাকৃতিকরণ) মেশিন নষ্ট হয়ে গেছে। তিনদিন ধরে এই মেশিন নষ্ট হয়ে পড়ে আছে।
নতুন পাইপ বেন্ডিং মেশিন চীন থেকে পদ্মা সেতু প্রকল্প এলাকায় আনার জন্য অর্ডার দেওয়া হয়েছে। এক মাসের মধ্যে তা বাংলাদেশে পৌঁছাবে।

তবে এতে পদ্মা সেতু প্রকল্পের কাজ বাধাগ্রস্ত হবে না বলে জানিয়েছেন পদ্মা সেতু বহুমুখী প্রকল্পের ব্যবস্থাপক দেওয়ান আবদুল কাদের।
পদ্মা সেতু প্রকল্প-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদ্মা সেতু পাইলিংয়ের জন্য গোলাকার পাইপ তৈরির কাজে বেন্ডিং মেশিন ব্যবহার করা হতো। এরই মধ্যে ৬৫ ভাগ পাইলের জন্য বেন্ডিং পাইপ প্রস্তুত হয়েছে। এদিকে পাইপ বেন্ডিং কাজ বন্ধ থাকায় ওই বিভাগের অনেক শ্রমিক বিদেশে চলে গেছেন।
যোগাযোগ করা হলে পদ্মা সেতু বহুমুখী প্রকল্পের ব্যবস্থাপক দেওয়ান আবদুল কাদের জানান, মেশিন তো নষ্ট হতেই পারে। এরই মধ্যে পাইলিংয়ের জন্য ৬৫ ভাগ বেন্ডিং পাইপ তৈরি আছে। বাকি পাইপ শেষ হওয়ার আগে নতুন বেন্ডিং মেশিন মাওয়া প্রান্তে এসে বেন্ডিং কাজ শুরু করবে। নতুন পাইপ বেন্ডিং মেশিন চীন থেকে পদ্মা সেতু প্রকল্প এলাকায় আনার জন্য অর্ডার দেওয়া হয়েছে। এক মাসের মধ্যে তা বাংলাদেশে পৌঁছাবে।
বিদেশি শ্রমিক চলে যাওয়ার ব্যাপারে দেওয়ান আবদুল কাদের জানান, ৪০০ শ্রমিক দরকার কিন্তু এ ক্ষেত্রে ৫০০ শ্রমিক থাকে। বাই রোটেশনে তারা ছুটি কাটায় ও তাদের দেশে বেড়াতে যায়। এটা তাদের চলমান ব্যাপার। আর এই শ্রমিক যাওয়া বা পাইপ বেন্ডিং মেশিন নষ্ট থাকার কারণে পদ্মা সেতু প্রকল্পের কাজ বাধাগ্রস্ত হবে না।