খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০১৬: স্থায়ীভাবে চাকুরী নিশ্চিত করার লক্ষ্যে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি পালন করছে নোয়াখালী সদর সাব-রেজিষ্ট্রি অফিসের শতাধিক এক্সট্রা মোহরার (নকল নবিস)। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন ভূমি ক্রেতা-বিক্রেতারা।
বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) সকালে নোয়াখালী সদর সাব-রেজিষ্ট্রি অফিসে গিয়ে দেখা যায়, নকল নবিসরা কলম বিরতি, কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করছে। এ সময় বিপুল সংখ্যক ভুমির ক্রেতা-বিক্রেতা সাব-রেজিষ্ট্রি অফিসে এসে তাদের প্রয়োজনীয় কাজগুলো শেষ করতে না পেরে চরম অসহায়ত্ব বরণ করেন।
সমাবেশে উপস্থিত নকল নবিসরা জানান, সাব-রেজিষ্ট্রি অফিসে ১২০ জন নকল নবিস সহ সারা দেশে ১৫ হাজার নকল নবিস কাজ করেন। গত ১৬ মাস যাবৎ তারা সরকার থেকে কোন বেতন/ভাতা পাচ্ছেন না। এতে পরিবার-পরিজন নিয়ে তারাদের কে চরম মানবতার জীবন যাপন করতে হচ্ছে।
এসকল নকল নবিসরা স্কেলভূক্ত না হওয়ায় সরকারী ছুটি সহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। স্থায়ীভাবে চাকুরী নিশ্চিত করার লক্ষ্যে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি পালন করছে এসব এক্সট্রা মোহরাররা। এতে একদিকে জন জীবনের ভোগান্তি অন্যদিকে নকলের কারণে জমা খারিজ ও ব্যাংক লোন থেকে বঞ্চিত হচ্ছে হাজার হাজার গ্রাহক।
কেন্দ্রিয় কর্মসূচির অংশবিশেষ গত রোববার (০৪ ডিসেম্বর) সকাল থেকে কলম বিরতি, কর্মবিরতি, বিক্ষোভ সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করে আসছে নোয়াখালী সাব-রেজিষ্ট্রি অফিসের নকল নবিসরা।
বৃহস্পতিবার সকালে সমাবেশে বক্তব্য রাখেন এক্সট্রা মোহরার (নকল নবিস) সমিতি চট্টগাম বিভাগীয় সাধারণ সম্পাদক ও সাব-রেজিষ্ট্রি অফিসের নকল নবিস সমিতির সভাপতি কজী জানিয়াত হোসেন মেহেল। তিনি তার বক্তব্যে, নকল নবিসদের চাকুরী স্থায়ীভাবে নিশ্চিত করন, বকেয়া বেতন/ভাতা পরিশোধ সহ সকল দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের এ ধর্মঘট চলবে বলে ঘোষনা দেন।