Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

18kখোলা বাজার২৪, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০১৬: ডিবি পুলিশ পরিচয়ে কয়েক জন সন্ত্রাসী অস্ত্র শস্ত্র সহ কোতোয়ালী থানাধীন রহমতগঞ্জ এলাকায় ডাকাতি, ছিনতাই ও অপহরণ করার প্রস্তুতির সংবাদের ভিত্তিতে সিএমপি (ডিবি-পশ্চিম) জনাব উত্তম কুমার চক্রবর্তী’র নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ কোতোয়ালী থানাধীন রহমতগঞ্জ এলাকায় অবস্থান করে সন্ত্রাসীদের গোয়েন্দা নজরদারীতে রাখে। রাতে কোতোয়ালী থানাধীন কুসুম কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ১টি সাদা রংয়ের মাইক্রোবাস হতে ৫/৬ জন লোক তড়িগড়ি করে পূর্ব দিকে দৌঁড়াইয়া পালানোর চেষ্টা করে।

ওই সময় অভিযানে নেতৃত্বে থাকা অফিসার ও ফোর্স সহ পালানোরত লোকদের মধ্যে ১) নন্দন দাশ (৪৮), পিতা-পুলিন দাশ, সাং-দক্ষিণ বামন ডাঙ্গা, দক্ষিণ পাড়া সতীশ মহাজনের বাড়ী, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম, , আরিফ মঈন উদ্দীন (৩৮), পিতা-সিরাজুর রহমান, মাতা-হাসিনা বেগম, সাং-ডিসি রোড, পশ্চিম বাকলিয়া, ভরা পুকুর পাড়, সফি গাজীর বাড়ী, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম’দ্বয়কে আটক করেন।

এসময় আটক ব্যক্তিদ্বয়ের মধ্যে নন্দন দাশ বাবুল এর দেহ তল্লাশী করে ০১টি দেশীয় তৈরি কাটা বন্দুক, ২) ১ জোড়া হ্যান্ডকাপ, পরিহিত প্যান্টের পকেট হতে ৪ রাউন্ড কার্তুজ , ১টি ব্যাটন এবং আরিফ মঈন উদ্দীন এর দেহ তল্লাশী করিয়া ১টি প্রসেস সহ ৯ এম এম সদৃশ্য খেলনা পিস্তল, ১টি ওয়ার্লেস সেট , ১টি ব্যাগের মধ্যে ২টি সিএমপি ডিবি পুলিশের জ্যাকেট, ১টি পুলিশের ক্যাপ, ১টি গামছা, ১টি বাঁশি, ১টি মলম, ১টি ব্যাটন উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা নিজেরা ভূয়া ডিবি পুলিশ বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলার রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসেন।