খোলা বাজার২৪, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০১৬: মিয়ানমারের সেনাবাহিনী ও রাখাইন বৌদ্ধদের দ্বারা বর্বরচিত রোহিঙ্গা মুসলিম গণহত্যার, ধর্ষণ ও বাড়ী ঘরে অগ্নিসংযোগ ও নির্যাতন বন্ধের দাবীতে ভোলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে বাদ জুমু বিভিন্ন মসজিদের মসল্লিরা একত্রিত হয়ে শহরের বড় মসজিদ প্রঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের। মিছিলটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় তারা স্লোগানে স্লোগানে রহিঙ্গা হত্যার বিচার ও নির্যাতন বন্ধের দাবী জানায়। একই সাথে মিয়ানমার্ম এর প্রধান মন্ত্রী সুচির শান্তিতে নোবেল পুরষ্কার বাতিলের দাবী জানায়।
এসময় বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো: ইউনুস, সাবেক সিভিল সার্জেন ডা. আব্দুল মালেক, ইসলামী আন্দোলনের ভোলা জেলা উপদেষ্টা মাওলানা ইয়াসিন নবীপরি, মাওলানা ফয়েজউল্লাহ, মাও: মিজানুর রহমান প্রমুখ।